|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: প্রয়াত হলেন মালদহের অন্যতম বর্ষীয়ান আইনজীবী হরিচরণ দাস (৯৪)। শুক্রবার সকাল ৬.৩০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওকালতির পাশাপাশি খেলাধূলোতেও তাঁর প্রবল আগ্রহ ছিল। মালদহের বিভিন্ন সমাজসেবী ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছাড়া নেমে আসে জেলার আইনজীবী মহলে। অনেক প্রবীণ আইনজীবী হরিচরণবাবুর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন। অনেকেই এদিন এই বর্ষীয়ান আইনজীবীর মৃত্যু সংবাদ পেয়ে ছুটে যান তাঁর বাসভবনে। সেখানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁরা।