উদ্বোধন হল মেমারি বইমেলার

নিজস্ব সংবাদদাতা : সংস্কৃতির উৎসব বইমেলা। সংস্কৃতির ঐতিহ্য বহনকারী বইমেলার উদ্বোধন হল জেলার অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান মেমারির বুকে। মেমারি বাসস্ট্যান্ডের নিকট পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে আমরা সবাই নাগরিক প্রাঙ্গণে দশম বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট ঔপন্যাসিক শেখর মুখোপাধ্যায়। পতাকা উত্তোলন করেন পুর প্রধান স্বপন বিষয়ী। মঞ্চের ফিতে কাটেন বিশিষ্ট কবি রাজ কুমার রায়চৌধুরি, প্রদীপ জ্বালান জেলা আরক্ষা আধিকারিক ভাষ্কর মুখোপাধ্যায়, ঘণ্টা বাজিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ঔপনিবেশিক শেখর মুখোপাধ্যায় । স্বাগত ভাষণ দিতে গিয়ে বইমেলার সভাপতি স্বপন বিষয়ী স্বাগত ভাষণে মেমারির উন্নয়ন ও বইমেলার প্রাসঙ্গিকতার ওপর বক্তব্য রাখেন। জেলা সুপার ভাষ্কর মুখোপাধ্যায় বলেন, বইমেলা কোনো সাধারণ মেলা নয়। বইমেলা সচেতনতার মেলা। তিনি মেলার সুন্দর সাফল্য কামনা করেন। আশির দশকের বিশিষ্ট কবি রাজ কুমার রায়চৌধুরি বলেন, ভালবাসার পৃথিবী কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। চারিদিকে অবিশ্বাস। তিনি বলেন, আমার বন্ধুর নাম বই। পৃথিবী একটি গ্রামের নাম কাব্যগ্রন্থের জনক বলেন, পৃথিবীর মানুষ ভালো আছেন এটাই সবচেয়ে বড় খবর।উপ পুরপ্রধান সুপ্রিয় সামন্ত বলেন, আগে মেমারিতে বইমেলা হতো আবদ্ধ ঘরের মধ্যে। আমরা তা গত দশ বছর হল, মানুষের সামনে নিয়ে এসেছি। বইমেলার আহ্বায়ক বলেন, বইমেলা মিলনের জায়গা। এখানে আসুন, বিভেদ সৃষ্টির বিরুদ্ধে সচেতন হন। মেলার উদ্বোধক শেখর মুখোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, বই হল মানুষের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা। ১৬ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা এই বইমেলায় বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যুইজ, সুভাষ উৎসব প্রভৃতি বিনোদনের বহু ব্যবস্থা ছাড়াও পঞ্চাশটিরও বেশি বিপনী বইয়ের বিপুল সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে।