|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূমের:-বীরভূম জেলার রামপুরহাট থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR করলেন dyfi বীরভূম জেলা সভাপতি কম: অমিতাভ সিং, রানা লেট ও আফতাব হোসেন।
বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ প্রকাশ্যে NRC ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদকারিদের গুলি করে খতম করার হুমকি দিয়েছেন।
তার এই মন্তব্য সরাসরি গুন্ডামি, হিংসার এবং বিভাজনের রাজনীতিকে উস্কানি দেওয়ার সামিল। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে রামপুরহাট থানায় FIR দায়ের করলো DYFI