|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : চুরুলিয়ায় বিশ্বমানের নজরুল চর্চা কেন্দ্র গড়ে উঠছে জানালেন উপাচার্য দেবাশীষ বন্দোপাধ্যায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ৪৭ তম নজরুলের প্রয়াণ দিবস পালন করা হয়। ২৯ আগস্ট আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর প্রশাসনিক ভবনের সভা গৃহে স্মরণে বরণে মননে শীর্ষক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। অভিভাষন দেন পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান,রানীগঞ্জ এর বিধায়ক, এ ডি ডি এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি।এদিন মর্যাদার সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুষ্পার্ঘ্য নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদক কে এক সাক্ষাৎকারে বলেন, আসানসোল চুরুলিয়ায় গড়ে উঠছে বিশ্বমানের নজরুল চর্চা কেন্দ্র।পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় ২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। উপাচার্য আরও জানান,কবির জন্মভিটা য় মিউজিয়াম টি আছে ।এই মিজিয়াম টির রাজ্য হেরিটেজ ডিপার্টমেন্ট এর সহায়তায় আধুনিক করে গড়ে তোলা হবে। এখানে কাজী নজরুল ইসলামের অপ্রকাশিত পাণ্ডুলিপি আছে।কাজী নজরুল ইসলাম পাবলিকেশন ডিভিশন করে লেখাগুলি ছাপা হবে।এই লেখা প্রকাশ হলে প্রাণের কবি কাজী নজরুল ইসলাম কে নতুনভাবে আবিষ্কার করা যাবে। বিশ্বমানের নজরুল চর্চা গড়ে উঠলে একই ছাতার তলায় নজরুল গবেষকরা নজরুলের বিভিন্ন ধরনের লেখাগুলি হাতের কাছে পেয়ে গবেষণার কাজকে আরো ত্বরান্বিত করবেন। এই অনুষ্ঠানে ঢাকা থেকে নজরুল সেন্টারের কর্মকর্তা ও গুণী মানুষেরা এসেছিলেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদ ডিন অধ্যাপক সজল কুমার ভট্টাচার্য,বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক সান্তনু কুমার ঘোষ,বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড.চন্দন কোনার প্রমুখ। নজরুল সঙ্গীত পরিবেশন করেন সম্পূর্ণা গাঙ্গুলী,অনুস্ককা মুখোপাধ্যায়, শ্রীমতী সোমা শ্রী ভৌমিক,পুষ্কর চৌধুরী,শ্রীমতী সুস্মিতা সেন।কবিতা পাঠ করেন বিশ্বজিৎ সাহা।ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড.সান্তনু বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুদীপ্ত রায়।