আদানির ক্ষতিতে লাভ ১২টি শর্ট সেলিং সংস্থার

দেবজিৎ মুখার্জি: হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানির ক্ষতিতে লাভ ১২টি শর্ট সেলিং সংস্থার। যার অধিকাংশই আবার বিদেশি। এই সংস্থাগুলির মধ্যে ৩টি ভারতীয়। একটি আবার এক বহুজাতিক ব্যাংকের ভারতীয় শাখা। চারটি সংস্থা মরিশাসের। লন্ডন, ফ্রান্স, হংকং, ক্যামান দ্বীপ, আয়ারল্যান্ডের একটি করে সংস্থা বিপুল লাভের মুখ দেখেছে।

     

    এই সংস্থাগুলির অধিকাংশই হঠাৎ গজিয়ে ওঠা। এই সংস্থাগুলির মধ্যে কয়েকটি হিন্ডেনবার্গ রিপোর্ট পেশ হওয়ার কয়েকদিন আগে থেকে ব্যবসা শুরু করেছে। কয়েকটি আবার আদানিদের শেয়ার বিক্রি দিয়েই শর্ট সেলিং শুরু করে। আবার এই সংস্থাগুলির মালিকানা কাদের হাতে সেটাও স্পষ্ট নয়। অর্থাৎ এদের পুরো গতিবিধিই সন্দেহজনক।