রায়দিঘীতে ট্রলারে আগুন লেগে ভস্মীভূত ট্রলার

 

    নবাব মল্লিক, রায়দিঘী: প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। তাই সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন‍্য চলছে চূড়ান্ত মূহুর্তের প্রস্তুতি। কিন্তু চূড়ান্ত প্রস্তুতির মধ্যেও রায়দিঘীতে সামান‍্য অসতর্কতার জন‍্য ভস্মীভূত হয়ে গেল ট্রলার।

    স্থানীয় সূত্রে খবর রায়দিঘী ট্রলার ইউনিয়নের সম্পাদক রবীন দের ট্রলার “নীল সমুদ্র” এর সমুদ্রের উদ‍্যেশ‍্যে যাত্রার আর মাত্র দিনকয়েক বাকি ছিল। রায়দিঘীর মণি নদীর উপর চলছিল মালপত্র গোছানোর কাজ। কাজ চলছিল জোরকদমে। কিন্তু হঠাৎ রান্নার জন‍্য নিয়ে যাওয়া একটি গ‍্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটায় আগুন লেগে যায় ট্রলারে। জলন্ত সিলিন্ডারটি ট্রলারের খোলে পড়ে যাওয়ায়, ট্রলারের খোলে লেগে থাকা দাহ‍্য আলকাতরার সংস্পর্শে আগুন ভয়াবহ আকার ধারণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে ট্রলারটি সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।