কথা রেখেছেন মিমি চক্রবর্তী

    জাহির হোসেন মন্ডল, সোনারপুর ঃ ৭ই জুন শুক্রবার, সোনারপুরের সাংসদ মিমি চক্রবর্তী সনারপুর এলাকার রাজপুর – সোনারপুর পৌরসভার বেশ কিছু অঞ্চল পরিদর্শনে আসেন। তিনি কামালগাজীতে অবস্থিত রাজপুর – সোনারপুর পৌরসভার অন্তর্গত সাঁতার প্রশিক্ষন কেন্দ্র, নির্মিয়মান জলের প্রকল্প ও নেতাজী স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠ ঘুরে দেখেন।

    তিনি কোচি-কাচাদের খেলাধুলার প্রতি উৎসাহিত করেন। জনগেনর উদ্দেশ্যে বলেন কোন প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে। তিনি তাদেরই প্রতিনিধি।


    সঙ্গে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা শ্রীমতি ফিরদৌসী বেগম মহাশয়া , রাজপুর – সোনারপুর পৌরসভার পৌরপিতা জানাব নাজরুল আলি মন্ডল মাহাশয় প্রমুখ।


    তিনি আরো বলেন আমাদের বাংলার মানুষকে নিজেদের কাজকর্ম নিয়ে একটু ভাবতে হবে তাহলে ট্রোল গুলো কমবে। লোকের কাজ নাই বলেই ট্রোল বাড়ে।