|
---|
আগামী ১১ জুলাই সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের ১৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আইমিম সভাপতি সাংসদ আসাদ উদ্দিন ওয়েসিকে আমন্ত্রণ জানাচ্ছে যুব ফেডারেশন। শুক্রবার দুপুরে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে কোর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি অংশগ্রহণ করেন। লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংগঠনিক পর্যায়ে পর্যালোচনা ও পরবর্তী সাংগঠনিক কর্মসূচি নির্ধারণের জন্য মূলত এই সভা বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান।
সংগঠনের সহ সভাপতি ইদ্রিস আলী মন্ডলের সভাপতিত্বে উপস্থিত সকলে রাজ্যে মেরুকরণের রাজনীতির বাড়বাড়ন্ত রুখতে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের জন্য মতামত প্রকাশ করেন। সংগঠনের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয় আলোচনা সভায় আগামী ১৫ জুন থেকে ৩০ জুন, ১১ জুলাই সংগঠনের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সক্রিয় সদস্য সংগ্রহ অভিযান করা ও প্রতিষ্ঠা দিবসের কেন্দ্রীয় সভায় আইমিম সাংসদ ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়েসিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।