ইয়াসে বিপন্ন সাগরদ্বীপ এলাকার পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম: আবারও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে কর্মরত শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী।করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে আতঙ্কে রয়েছে গোটা দেশ ।অন্যদিকে চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফ্যাঙ্গাস। এতেও রেহাই নেই l বিগত বছরের আমফানের স্মৃতিকে উস্কে দিয়ে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছে ইয়াস l ইয়াসের তান্ডব লীলা ও ভরা কোটালের প্রভাবে প্লাবিত হয়েছে সাগরদ্বীপ এলাকার কচুবেড়িয়া গ্রাম l এই গ্রামেরই বাসিন্দা মহাদেব ঘোষ l দারিদ্র সীমার নীচে বসবাসকারী,বন্যায় বিপর্যস্ত হয়ে প্রায় সর্বস্ব হারিয়ে ফেলা মহাদেব ঘোষের পরিবারের এখন আশ্রয় স্থল স্থানীয় প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা আশ্রয় শিবিরে l মহাদেববাবুর পুত্র মিহির ঘোষ বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিষয়ে মাস্টারডিগ্রী পাঠরত l সংস্কৃত অনার্সে আশি শতাংশের এর উপর নম্বর পাওয়া বছর তেইশ-চব্বিশের এই মেধাবী শিক্ষার্থীর জীবন এখন কঠিন লড়াইয়ের সম্মুখীন l নিত্যপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য দ্রব্য থেকে শুরু করে তার বই,খাতা,কলমসহ তার শিক্ষা সামগ্রী বন্যায় প্লাবিত হয়েছে। ফলে পরিবারের পাশাপাশি সমস্যায় পড়েছে এই মেধাবী শিক্ষার্থীর জীবন। জীবনের এই কঠিন লড়াইয়কে হার মানিয়ে এগিয়ে যেতে চায় সে।তার চোখে অনেক স্বপ্ন। এই বিপর্যস্ত পরিবার ও মিহিরের খবর পেয়ে,এই পরিবারটির পাশে দাঁড়াতে এগিয়ে এলেন “জঙ্গলমহল” এলাকার মানবদরদী শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী।

    তিনি এই পরিবারের একাউন্টে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন এবং আগামী দিনেও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য হেরম্ববাবুর বাড়ি বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসড়া গ্রামে l “জঙ্গলমহল”এলাকা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ব্লকের নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠে ২০০৬ সাল থেকে তিনি শিক্ষাদানের কাজে নিযুক্ত রয়েছেন। করুনাহীন করোনার বিরহগাথা,সীমাহীন দারিদ্র, লকডাউনে কাজ হারানো শ্রমিকের কান্না, আম্ফান,ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের দুর্দশা, সন্তান হারানো শোকস্তব্ধ পিতার আর্তনাদের মতো বিষয়গুলো বাববার নাড়িয়ে দিয়েছে সততার পথে থেকে,সহজ সাধারন জীবনযাপনে অভ্যস্ত এই মানবদরদী শিক্ষক হেরম্ববাবুর হৃদয়কে। এই মানবদরদী শিক্ষক তাঁর বেতনের সিংহভাগ টাকাই ব্যয় করেন মানব সেবায়।এতেই তাঁর আনন্দ l আগামী দিনেও এভাবেই তিনি বিপন্ন, অসহায় মানুষদের পাশে থেকে মানবসেবার কাজ করতে চান বলে জানালেন, শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী।