কালনা কলেজের ই-ক্লাস পুরোদমে চলছে : ডঃ অভিষেক মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদক : গোটা দেশের নাগরিক যখন করোনা আতঙ্কে জীবন অতিবাহিত করছেন সেই সময় কালনা কলেজের গণিতের অধ্যাপক ডঃ অভিষেক মুখোপাধ্যায় ও তার সহকর্মীবৃন্দ কালনা কলেজের মাননীয় অধ্যক্ষ ডঃ তাপস কুমার সামন্ত আন্তরিক উদ্যোগে বাড়িতে বসে কলেজের ক্লাস শুরু করে দিয়েছেন একেবারে নিয়মমাফিক।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের শুরু থেকেই কালনা কলেজের এই উদ্যোগ। এই বিষয়ে ডঃ মুখোপাধ্যায় কে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে ছাত্রছাত্রী হটাৎ করেই এক গভীর সমস্যার মধ্যে পড়েছে । দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি চূড়ান্ত কারণ এই করোনা মহামারী সমস্যা ও দেশে বহাল একুশ দিনের লক ডাউন। অভিষেক বাবু জানান আধুনিক টেকনোলজি কে ব্যবহার করছেন পুরোদমে এবং বিভিন্ন উপায়ে ছাত্রছাত্রীদের কলেজের ক্লাসরুমে র অনুভূতি দেওয়ার চেষ্টা করেছেন । নিয়মিত বোর্ড ওয়ার্ক করছেন, লেকচার নোটস দেওয়া, ডিসকাশন সেশন্স করছেন। শুধু গণিত বিভাগ নয় কালনা কলেজের প্রায় সব বিভাগ এই প্রয়াসে সামিল । তিনি জানান ছাত্রছাত্রীরা খুব ই উপকৃত হচ্ছে ও পড়াশোনা করার পরিবেশ টা পাচ্ছে যাতে নির্দিষ্ট সময়ে পরীক্ষায় তারা সফল হতে পারে। তিনি জানান দেশ , রাজ্য ও সর্বোপরি গোটা বিশ্ব এই সমস্যা থেকে আর কিছুদিনের মধ্যেই রেহাই পাবে ও নতুন ভাবে সবকিছু আবার সভ্যতার উন্নতিকল্পে এগিয়ে চলবে ও সমস্ত দেশের রাষ্ট্র শাসকগণ আরো বেশি মানবিক হয়ে উঠবেন। সকলে নাগরিকদের উদ্দেশ্যে তাঁর বার্তা বাড়িতে থাকুন ,সুস্থ থাকুন ও সরকারি নিয়মমাফিক নিজেদের পরিচ্ছন্নতা বজায় রাখুন।