|
---|
নিজস্ব প্রতিনিধি : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয়ের ডিজিটাল সংস্করণের উদ্বোধন করলেন। এই গ্রন্থাগারটি আছে রাইটার্স বিল্ডিঙে এবং এটি রাজ্য সরকারের অধীনস্থ সব থেকে পুরনো এবং সর্ববৃহৎ গ্রন্থাগার।
অসংখ্য বই, নথি, আদমসুমারীর রিপোর্ট, পুরনো খবরের কাগজের সংস্করণ, কলকাতা পুরসভার গেজেট, উনবিংশ শতকের অনেক পুরনো বই সবকিছু মিলবে এবার ডিজিটালে একটি ক্লিকের মাধ্যমে।
এই বইগুলি বিষয় অনুযায়ী ভাগ করা আছে ক্যটালগ ও আর্কাইভ বিভাগে। অ্যাডভান্সড সার্চ বিভাগও আছে। এছাড়া, গ্রন্থাগারের ইতিহাস নিয়ে একটি বিভাগ আছে এবং আর্কাইভের ফটো আছে।