অন্নপ্রাশনের আনন্দ কানাডা থেকে গড়বেতা

নিজস্ব প্রতিবেদক:-ছোট্ট কায়রা ,বেড়ে উঠছে সূদূর কানাডায়। মা সর্বানী      ও বাবা দেবজ্যোতি  চেয়েছিলেন  মেয়ের এ মাঙ্গলিক অনুষ্ঠান‌ খুশি বহে নিয়ে আসুক কিছু শিশুদের মাঝে। সর্বাণী দেবীর  নিজের বেড়ে ওঠা গড়বেতায়।  তাই তিনি স্বেচ্ছাসেবী সংস্থা “বন্ধু সমাজ”র মাধ্যমে গড়বেতার বামনীশোল বনকলোনীর ৭০ জন শিশু কিশোর কিশোরীর হাতে ভালোবাসার পরশ তুলে দিলেন। শিক্ষা সামগ্রী ও শুকনো খাবারের প্যাকেট পেয়ে  শিশুদের চোখেখুশির ঝিলিক।কায়রার  মামা দাদু পদার্থ বিজ্ঞানের প্রাক্তন যশস্বী শিক্ষক সুদেব ভট্টাচার্য মহাশয় পুরো কার্যক্রমটিতে বিশেষ ভূমিকা রাখেন।উল্লেখ্য , সর্বাণী দেবী নিজেও “বন্ধুসমাজ”র সক্রিয় সদস্যা।এ অনুষ্ঠানে উপস্থিত “বন্ধুসমাজ”_ র সদস্য সদস্যাবৃন্দ কায়রাকে আশীর্বাদ জানান।বন্ধুসমাজের পক্ষে সদস্য অভয় মিশ্র জানান” শিশু কন্যা কায়রার শুভ অন্নপ্রাশনের আনন্দ  ভট্টাচার্য পরিবার চেয়েছিলেন নিজভূমেও খুশি ছড়িয়ে পড়ুক। তাই আমরা এ উদ্যোগে শামিল হয়েছি। শিক্ষা সংস্কৃতির অঙ্গনে ভট্টাচার্য পরিবারের ভূমিকা এমনভাবে আমাদের প্রাণিত করুক। ভালো থেকো টায়রা। প্রকৃত ” মানুষ” হয়ে ওঠো।”উল্লেখ্য গড়বেতা “বন্ধুসমাজ ”  শুভানুধ্যায়ীদের সাহায্যে গড়বেতা ব্লক জুড়ে বিবিধ সামাজিক কর্মসূচি ধারাবাহিক ভাবে করে চলেছে। আজকেরএমন মহতী উদ্যোগ এলাকায় খুশি নিয়ে এসেছে।