উত্তর ২৪ পরগনার অশোকনগরে গেরুয়া শিবিরের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম বিজেপি চার কর্মী

 

    আলম সেখ, নতুন গতি : সামনে বিধানসভা নির্বাচন, বাকি আর মাত্র কিছুদিন, এরই মধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক দলে একে অপরের প্রতি হিংসা। গতকাল রবিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে দেখা গেলো বিজেপির গোষ্ঠীর সংঘর্ষ। অশোকনগরে চার নম্বর জোড়াপুকুর এলাকার বিজেপি নেতা ‘অনিকেত দের অভিযোগ – অনিকেত এবং তাঁর অনুগামীদের উপর হামলা চালায় বিজেপির বারাসত সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্র ও তাঁর দলবল।৩২ বছর বয়সের এই বিজেপি নেতা অনিকেত একসময় বারাসত সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চা সাধারণ সম্পাদক ছিলেন। রাজ্য যুব মোর্চার এক্সিকিউটিভ সদস্য হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব সামলেছেন। অশোকনগর এলাকার পরিচিত মুখ অনিকেত দে।অনিকেতর অভিযোগ – গতকাল রবিবার সন্ধে পৌনে সাতটা নাগাদ অশোকনগর আশ্রাফাবাদ এলাকার একটি ATM এর সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন অনিকেত ও কয়েকজন বিজেপি কর্মী। তখন সেই মুহূর্তে হামলা করে বিজেপির কয়েকজন সমর্থক। ঝামেলা ঠেকাতে এসে আক্রান্ত হয় আরও চার বিজেপি সমর্থক। অভিযোগ, হাতুড়ির আঘাত করে অনিকেতের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে । সংঘর্ষে আক্রান্ত অনিকেতকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে তাঁর মাথায় সাতটি সেলাই করতে হয় বলে জানা গেছে । অনিকেতের সঙ্গে থাকা বাকিদেরও প্রাথমিক চিকিৎসা হয় হাসপাতালে । ঘটনায় গতকাল গভীর রাতে অশোকনগর থানায় বেশ কয়েকজন হামলাকারীর নামের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে আজকে বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।অশোকনগরের আক্রান্ত বিজেপি নেতা অনিকেতের বক্তব্য – যারা হামলা চালিয়েছে তারা দুষ্কৃতী। লোকসভা ভোটের পর বিজেপিতে যোগ দিয়ে নেতা হতে চাইছে এরা । তিনি আরও বলেন দলে সমাজবিরোধীদের দখলদারি কায়েমের বিরুদ্ধে কথা বলাতেই এই হামলার ঘটনা ঘটেছে। অনিকেতর অভিযোগের পরও বিরুদ্ধ গোষ্ঠীর কেউ এখন পর্যন্ত এই বিষয় নিয়ে মুখ খোলেননি।