কংগ্রেসে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সুদীপ রায় বর্মনের

নতুন গতি নিউজ ডেস্ক: কংগ্রেসে যোগ দিয়ে বিপ্লব দেব সরকার এবং দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে সুদীপ রায় বর্মণ। বিপ্লব দেবের নাম না করেই তাঁর কাজের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন সুদীপ রায় বর্মণ৷

    বিজেপি-র প্রাক্তন বিদ্রোহী বিধায়কের দাবি, ভোটের আগে হামলা, হুজ্জতি করে আসলে দলেরই বদনাম করেছেন৷ একইসাথে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, “আমি একাধিক প্রকল্প গ্রহণ করেছিলাম। যা জনপ্রিয় হয়ে উঠেছিল। আর সেটাই রাগের কারণ হয়ে যায় ওনার।” তবে এ দিন তাৎপর্যপূর্ণ ভাবে সুদীপ রায় বর্মণ বোঝাতে চেয়েছেন, তৃণমূল, সিপিএম নয়৷ আসলে ত্রিপুরায় বিজেপি-র প্রকৃত প্রতিপক্ষ হতে চলেছে কংগ্রেসই।

    আগরতলায় কংগ্রেস অফিসের সামনে রীতিমতো মঞ্চ বেঁধে বিপ্লব দেব সরকারের সমালোচনায় সরব হন সুদীপ রায় বর্মণ৷ তিনি বলেন ‘ইদানিংকালে যে ঘটনাগুলি রাজ্যবাসী চাক্ষুস করছেন,হামলা, হুজ্জতি, রাতের অন্ধকারে বাড়ি ঘর ভাঙা, প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো- এই ঘটনাগুলির আমরা তীব্র নিন্দা জানাই৷ ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র ছিল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস৷ এই দুই মূল মন্ত্রের কোনওটাই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না৷ উন্নয়ন, বিশ্বাসের উপরে ভোট হলে এসব হামলা, হুজ্জতির প্রয়োজন ছিল না৷’বামেদের ও তৃণমূলের তরফে বার বারই ত্রিপুরা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল৷ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ মেনে নিয়েছেন সুদীপ রায় বর্মণও৷ যদিও পুলিশি নিষ্ক্রিয়তার নেপথ্যে অন্য অঙ্ক দেখছেন প্রাক্তন বিধায়ক৷ তাঁর দাবি, ‘আমরা নিজেদের মূল রাজনৈতিক প্রতিপক্ষকে চিনতে পারিনি৷ পুলিশ আজকে ঠুঁটো জগন্নাথ৷”