|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: নার্সিং-এর নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার ফের উত্তাল স্বাস্থ্যভবন চত্বর। পুলিশ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। ভেঙে দেওয়া হয় পুলিশের ব্যারিকেড। বাধা এড়িয়ে কয়েকজন ঢুকতে পারলেও আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারেনননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করা হলেও হয়নি সমস্যার সমাধান। এদিন বিক্ষোভ হতে পারে বলে আগে থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিশ ও তৈরি করা ছিল প্রিজন ভ্যান। এই ঘটনায় রাস্তায় লুটিয়ে পড়েন এক পুলিশ কর্মী।