|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : আইসিডিএস সাব সেন্টারে নিম্ন মানের খাবার রান্না করায় উত্তেজিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের কাবিলপুর- মথুরাপুর এলাকার সাব সেন্টারে। স্থানীয় এলাকাবসীদের দাবী দীর্ঘদিন থেকেই এই সেন্টারে নিম্নমানের খাবার রান্না করা হয়। যেমন বাচ্চাদের জন্য খিচুড়ি রান্নার চাল পোকায় ভরা, যা খাবার অযোগ্য এবং খিচুড়িতে সবজি আলু দেয়না বললেই চলে। বহুবার সেন্টারের দিদিমণিকে জানা হলেও কোনো কর্ণপাত করছে না এ বিষয়ে। অন্যদিকে কাবিলপুর তেঘরীপাড়া সাব সেন্টারে একি অবস্থা সেখানে সপ্তাহে দু’দিন বাচ্চাদের ডিম দেওয়া হচ্ছে না দিদিমণি বন্ধ করেদিয়েছে। স্থানীয় এলাকাবাসী দিদিমণিকে বলতে গেলে দিদিমণি বলেন ডিমের দাম বেড়ে যাওয়ায়। ঠিকঠাক আসছে না তাই বন্ধ করে দিয়েছে। এসব দেখে রীতিমতো উত্তেজনা কাবিলপুর এলাকাবাসী, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর জোরালো দাবি এসব বিষয় গুলোর দিকে নজর দেওয়া হোক।