|
---|
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান : বিবাহের দশ বছর পূর্নলগ্নে দম্পতির অভিনব উদ্যোগ, হৈ হুল্লোড় করে, ভুঁড়ি ভোজের আয়োজন না করে রক্তদান শিবির করেন, এবং প্রত্যেক দাতাদের হাতে একটি গাছের চারা উপহার দেওয়া হয়। প্রায় তিরিশ জন রক্তদান করেন। আবু আজাদ এবং রেশমা খাতুনকে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা প্রাণভরে আশীর্বাদ করেন এই উদ্যোগে খুশি হয়ে। দম্পতি জানান তাঁরা সারা বছর ধরে বিভিন্ন ভাবে সমাজসেবা মূলক কাজ করেন, বিশেষ করে পরিবেশ মূলক কাজ করেন তাঁরা।