সেবার সাহিত্য সভায় গ্রন্থ প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : বৃষ্টি ভেজা বিকেলে গানে ,গল্পে ,কথায় ,কবিতায়,সম্মাননায় এক মনোরম সাহিত্য আসর। গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ এক অপূর্ব প্রয়াস গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির। উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তের কবিরা এই অনুষ্ঠানের কবিতা পাঠে অংশ নেন । স্বরচিত কবিতা পাঠ করেন কবি কাকলি রায় ,নিমাই মন্ডল, প্রবীর কুমার হালদার ,তাপস তরফদার, জয়শ্রী মিত্র , বনানী বিশ্বাস, শর্মিলা পাল ,প্রদীপ মিস্ত্রি, তমাল কৃষ্ণ বনিক ,অলকানন্দ বসু ,বরুণ হালদার ,অরুণ অধিকারী ,মিন্টু বাড়ৈ, জিতেন্দ্র নাথ মালি ,তুষার কান্তি মন্ডল, তারাশঙ্কর আচার্য,স্বপ্ননীল আনন্দসহ ৪৫ জন কবি। আবৃত্তিতে রুমা সাহা,সাধনা মজুমদার, পলাশ মন্ডল প্রমূখ । সংগীত পরিবেশন করেন সমীর চট্টোপাধ্যায় ও কেয়া দেবনাথ। রম্য রচনা পড়ে শোনান সমীরবরণ দত্ত। সেবা ফার্মাসের ৪৬ তম এই সাহিত্য সভায় স্বাগত ভাষণ দেন সম্পাদক গোবিন্দ লাল মজুমদার। তিনি সকলকে ধন্যবাদ জানান । সভাপতিত্ব করেন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস। ড. সুনীল বিশ্বাস ও টুলু সেনকে এদিনের মঞ্চ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। কবি গোপাল পাত্রর কবিতার বই – গোধূলি আলোয় প্রকাশ করেন লেখক সুবোধ ভট্টাচার্য এবং ড .অমৃত লাল বিশ্বাসের ভ্রমণ বিষয়ক বই – বনলতার দেশে প্রকাশ করেন কবি পাঁচু গোপাল হাজরা, অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন অশোকল্যাণ পত্রিকার সম্পাদক তথা অশোকনগর প্রেসক্লাবের সভাপতি প্রলয় দত্ত, লেখক সুবোধ ভট্টাচার্য । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপক কুমার দা, বাসুদেব মুখোপাধ্যায়, অসিত দালাল ,স্বপন কুমার বালা ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি তথা সাংবাদিক পাঁচুগোপাল হাজরা।