|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: আগামী বছর কবে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স? তারিখ ঘোষণা করল বোর্ড। জানিয়ে দেওয়া হল ২৮ এপ্রিল, রবিবার হবে এই পরীক্ষা। গতকাল বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য বোর্ড জানিয়েছে। তারিখ ঘোষণার পাশাপাশি বিস্তারিত তথ্যের জন্য বোর্ডের ওয়েবসাইটেও নজর রাখতে বলা হয়েছে।
ডাব্লুবিসিএস প্রিলিমসের তারিখ ঘোষণা: ডাব্লুবিসিএস প্রিলিমসের তারিখ ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন। চলতি বছরেই এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের দেওয়া হবে ই-অ্য়াডমিট কার্ড। কমিশনের সংশ্লিষ্ট ওয়েবসাইটে তা আপলোড করে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানতে চোখ রাখতে হবে কমিশনের wbpsc.gov.in ওয়েবসাইটে। চলতি অগাস্টে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন – এর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট। এরপর সেপ্টেম্বর মাসে হয় মেনস পরীক্ষাও। ২০২২ সালের পরীক্ষার সব প্রক্রিয়া শেষ হয়নি। এরই মধ্যে পরবর্তী প্রিলিমসের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। জানিয়ে দেওয়া হল বছরের শেষেই নেওয়া হবে এই পরীক্ষা। ১৬ ডিসেম্বর শনিবার এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন। প্রিলিমসের ফলের পর মেনসের তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা সংক্রান্ত আরও তথ্যের জন্য চোখ রাখতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।