|
---|
সেখ আব্দুল আজিম : উত্তর ২৪ পরগনার জেলার বনগাঁ আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স এর জওয়ানরা ৬০ টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করে। বিএসএফ সূত্রে খবর চোরাচালানকারী ওই সোনার বিস্কুটগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির আনুমানিক ওজন ৬.৯৯৮ কেজি এবং যার আনুমানিক বাজার মূল্য ৪,৩২,৮৬,২১৭/- টাকা।বিএসএফ সূত্রে খবর ১৪৫ ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের সতর্ক কর্মীরা, চেকপোস্টে ডিউটি করার সময়, আইসিপি পেট্রাপোলে খালি ট্রাক চেকিং এলাকায় একটি খালি ভারতীয় ট্রাক থামায়। বিএসএফ-এর গোয়েন্দা শাখা থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, জওয়ানরা ট্রাকের কেবিনের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি করে এবং সাদা স্বচ্ছ টেপে মোড়ানো ৬৯৯৮.৫৮০ গ্রাম ওজনের ৬০ টি সোনার বিস্কুট উদ্ধার করে, যাতে বিভিন্ন প্রকার চিহ্ন ছিল। পরে ঘটনাস্থল থেকে ট্রাকের চালককে আটক করে সোনার বিস্কুট উদ্ধার করা হয়। ধৃত পাচারকারীর নাম সুরজ মগ, বয়স-২৩ বছর, সে বনগাঁ থানার অন্তর্গত জয়পুরের বাসিন্দা। আটক ব্যক্তি উদ্ধার করা সোনা শুল্ক দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।