|
---|
নতুন গতি নিউজডেস্ক: বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিনা মূল্যে বাজারের আসর বসে রবিবার। পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের জাইতন এলাকায় এদিন বাজার ফ্রি বাজার বসানো হয়। এদিন প্রায় ১০০ দু:স্থ পরিবারের হাতে বাজারের সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অমল কিস্কু, তৃণমূল কংগ্রেসের নেতা হরিহর মাহাতো, পাকুয়াহাট অঞ্চলের তৃণমূল সভাপতি শ্যামল মন্ডল, ছাত্রনেতা সাহেব খান, রিপন মালাকার-সহ তৃনমুল কংগ্রেসের অন্যান্য কর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরাও। আলু, পিঁয়াজ, লবণ, মুড়ি, মাক্স-সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তাঁদের হাতে তুলে দেওয়া হয়।