|
---|
আর এ মণ্ডল, ইন্দাস,বাঁকুড়া : ইন্দাস ব্লক প্রশাসনের উদ্যোগে আসন্ন ইদুজ্জোহা ও উল্টো রথ বিষয়ে ৭ জুলাই একটি সম্প্রীতি সভার আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন ইন্দাস থানার ও সি সোমনাথ পাল। প্রশাসনিক ব্যাক্তিবর্গের মধ্যে ছিলেন বিষ্ণুপুর মহকুমার এস ডি পি ও কুতুবুদ্দিন খান, সোনামুখী সার্কেলের সি আই গৌতম তালুকদার,জয়েন্ট বি ডি ও অনির্বাণ বাবু(ইন্দাস ব্লক), এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে টি এম সি-র বাপী রক্ষিত,নাসের মোল্লা(বকুল), সি পি এম এর আব্দুর রব। অন্যান্যদের মধ্যে কাজী সাহাবুদ্দিন (সভাপতি ইন্দাস ব্লক জমিয়তে উলামায়ে হিন্দ ও ইন্দাস ব্লক ইমাম পরিষদ), জমিয়তে উলামায়ে হিন্দের ব্লক নেতৃত্ব এবং রথ কমিটির দায়িত্বশীল ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে নিয়ম কানুন মেনে শান্তি পূর্ন ভাবে ও সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে ঈদ ও উল্টো রথ যাত্রা পালন করেন। পুলিশ প্রশাসন পাশে আছে। উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিগণও সম্প্রীতির উপর বক্তব্য রাখেন।।