|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ করোনা সংক্রমণের জেরে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল। রবিবার জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুলের উদ্যোগে মুলটি বাসস্ট্যান্ডে সিঙ্গি অঞ্চলের ৪টি গ্ৰামের ১৫০জন দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার, জেলা পরিষদের সদস্য তুষার সমন্ত,সিঙ্গি অঞ্চলের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জী,শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কোরবান মিদ্দা, কাটোয়া ২নং ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস উদ্দীন মল্লিক সহ তৃণমূলের কর্মীবৃন্দ। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মানুষেরা।