|
---|
আয়ুব আলি : উওর ২৪পরগনার অশোক নগর থানায় বিড়া-বালিসা এম এম মডেল অ্যাকাডেমি ফর গার্লস ৫ম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিশন প্রাঙ্গণে বিপুল উৎসাহ – উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল। ২১শে জানুয়ারি রবিবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিশন প্রাঙ্গণে অ্যাকাডেমির ছাত্রীরা কুরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানে র সুচনা করে। তারপর নাত, হাম্ দ ও কবিতা আবৃত্তি এছাড়াও ছাত্রীদের পরিবেশনায় দুটি নাটক পরিবেশন হয় বাল্যবিবাহ ও মোবাইলের কুপ্রভাব বিষয়ে। সমাজে মায়েরা শিক্ষিত না হলে সন্তানের শিক্ষার অগ্রগতি হয় না, সেজন্য নারী শিক্ষার অগ্রগতি ও সামাজিক জীবনে নারীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা উঠে আসে এদিনের উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে থেকে। উল্লেখ্য গত ৪ বছর পূর্বে বিড়া- বালিসা অঞ্চলের ব্যবসায়ী ও সমাজসেবী মোহাম্মদ হাসিব উদ্দিন মণ্ডল সমাজে বিশেষ করে পিছিয়েপড়া মুসলিম ঘরের মেয়েদের উচ্চ শিক্ষার লক্ষ্য নিয়ে এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন। এদিন মিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং,আমডাঙার বিধায়ক রফিকুর রহমান, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি,রআউতআড়আ হাইস্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হক,মিশনের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক খতিবুর রহমান, হাবড়া – ২ ব্লকের সভাপতি রতন কুমার দাস, মিশনের প্রধান শিক্ষক সেখ আব্দুল হাকিম, মোহাম্মদ রফিক আলি,মাওলানা সাবির আলি,ডা: জিন্না আলি, ডা: জুলফিকার আলি, আবু বক্কর সিদ্দিকী,শরিফুল হাসান মিন্টু,শেখ মিনহাজ উদ্দিন,আজমিরা খাতুন প্রমুখ – সমস্ত অতিথিগন এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ হাসিবুদ্দিন মণ্ডল সাহেবের সাহসিকতার প্রশংসা করেন এবং সহযোগিতা র আশ্বাস দেন। অনুষ্ঠানে র সঞ্চালনায় ছিলেন ইয়াহিয়া খান।