সাগরে লাগল রঙের ছোয়া, বসন্ত উৎসবে রেং এ উঠলো গঙ্গাসাগর

সাইমুন রাসেল, গঙ্গাসাগর : বাঙালির রং এর উৎসব দোল, উৎসব প্রিয় বাঙালি এই দিন টিকে উদযাপন করছেন বিভিন্ন ভাবে, সারা রাজু জুড়ে পালিত হলো দোল পূর্ণিমা অর্থাৎ বসন্ত উৎসব। তারই একটি চিত্র চোখে পরলো গঙ্গাসাগরের রুদ্র নগর এ সুর স্বর্গ মিউজিক কলেজ এর পরিচালনায় উদযাপিত হলো বসন্ত উৎসব। প্রায় তেত্রিশ বছর ধরে তারা পালন করে চলেছেন এই উৎসব। কলেজ এর অধ্যক্ষ বিনয় কুমার দাস অধিকারী জানান কলেজ শুরুর প্রায় পাঁচ বছর পর থেকেই তিনি এই উৎসব শুরু করেন এই দিনটাতে। এদিন সকাল আট টায় এই অনুষ্ঠান এর শুভ সূচনা করেন সাহিত্যিক ভাগ্যধর বারিক। সমস্ত ছাত্র ছাত্রী দের নিয়ে অনুষ্ঠান এর শুরু তে চৌরঙ্গী থেকে রুদ্র নগর পর্যন্ত সঙ্গীত ও নৃত্যর মাধ্যমে পথসভা করেন। এ ছাড়া ও ছিল এক এর পর এক বর্ণ ময় নৃত্য অনুষ্ঠান। বিশিষ্ট ব্যাক্তি দের মধ্যে উপস্থিত ছিলেন সুখময় মহাপাত্র, অঞ্জন কুমার দাস,অসিত কুমার দাস প্রমুখ।

    অন্যদিকে এই বসন্ত উৎসব পালন করতে কলকাতা এবং তার পার্শ্ব বর্তী বহু অঞ্চল থেকে মানুষ দল বেঁধে বসন্ত উৎসব পালন করতে এসে ছেন এই গঙ্গা সাগরে। আনন্দে মাতোয়ারা হয়ে তারা কপিল মুনির পাদদেশে সমুদ্র সৈকতে পালন করছেন দোল উৎসব। একে অন্যকে রাঙিয়ে তুলছেন নানান রং এ এবং খেলার সাথে গঙ্গা স্নান করে কপিল মুনির আশ্রম এ পুজো দিয়েই বাড়ি ফিরলেন তারা।