|
---|
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কমিউনিটি কিচেনের
নতুন গতি প্রতিবেদক : মালদা জেলা স্বাস্থ্য কর্মীদের উদ্যোগে বুধবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কমিউনিটি কিচেনের মাধ্যমে রোগীর আত্মীয়, পরিজনদের হাতে খাবার তুলে দেওয়া হল। প্রায় ৫৫০ জনের হাতে খাবার প্যাকেট তুলে দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীদের মুখে শোনা যায়, লকডাউনের ফলে বেশির ভাগ দোকানপাট, হোটেল বন্ধ। রোগীর পরিজনদের অভুক্ত থাকতে হয় অনেক সময়। হাসপাতাল চত্বরে ব্যবসায়ী সমিতি প্রথম উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন। তাঁরা খাবার বিলি করেন। তাদের দেখাদেখি স্বাস্থ্যকর্মীরাও এদিন এগিয়ে আসেন। প্যাকেটে ছিল ভাত, ডিম ও সবজি। স্বাস্থ্যকর্মীদের মধ্যে সুবী ঘোষাল বলেন,‘এই কঠিন পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ানোর মতো মহত কাজ হয় না। আমরা আজ প্রায় ৫৫০ জনকে প্যাকেট দিলাম। এরপরেও দেওয়ার ইচ্ছে রয়েছে। অসহায়দের পাশে দাঁড়াতে পেরে খুব ভাল লাগছে।’