আনন্দনগর গ্রামে দুঃস্থ মানুষের পাশে সিউড়ি বিদ্যাসাগর কলেজ মাস্টারদার আদর্শে অনুপ্রাণিত ছাত্র যুব সমাজ

গোপাল মণ্ডল,নতুন গতি,সিউড়ি:-

    সিউড়ি বিদ্যাসাগর কলেজ এর অধ্যাপক গোপিনাথ চৌধুরী ভগৎ সিং বিরসা মুন্ডা মাস্টারদার আদর্শে অনুপ্রাণিত ছাত্র-যুব দের সাথে নিয়ে আজ পৌঁছে যায় খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত আনন্দনগর গ্রামে হঠাৎ লকডাউন এর ফলে খেটে খাওয়া গরিব মানুষ গুলো যে আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে তাদের পাশে দাঁড়াতে l

     

    তবে হাতে তুলে দেওয়া হয় আলু, পিয়াজ, মুসুরি, চিনি, বিস্কুট,সরিষার তেল, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সয়াবিন, সাবান ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্রl অধ্যাপক গোপিনাথ চৌধুরী জানান আজকে নিয়ে তারা পঁয়ত্রিশটি গ্রামের 17 32 টি পরিবারের পাশে দাঁড়াবার সুযোগ পেলেন l লকডাউন এর শুরু থেকে তাদের এই কর্মসূচি চলছে l

    আজকের কর্মসূচির জন্য অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ ছাত্রাবাসের 2006-07-08 এর আবাসিক রা l

    গোপীনাথ বাবু আরো বলেন তাদের এই অভিনব কর্মকান্ডে সিউড়ি বিদ্যাসাগর কলেজ সহ অন্যান্য কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র-শিক্ষকসহ সমাজের অসংখ্য মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে l তিনি আরো বলেন প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার সাথে সাথে মানুষের মধ্যে সচেতনতার বার্তাও পৌঁছে দিচ্ছি l