|
---|
লুতুব আলি, ৯ ডিসেম্বর : পূর্ব বর্ধমানের মেমারি ও কলা নবগ্রাম সার্কেলের অন্তর্গত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদান করলেন পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। মেমারি ও কলা নবগ্রাম সার্কেলের সহায়তায় অনুষ্ঠানটি হয় রসুলপুরে কলা নবগ্রাম চক্র সম্পদ কেন্দ্রে। সকলকে স্বাগত জানান কলা নবগ্রাম সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সৌম্য মন্ডল, মেমারি সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভজন ঘোষ। প্রতিবন্ধী পড়ুয়াদের সাইকেল, কানে শোনার যন্ত্র সহ অন্যান্য সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। এই সামগ্রী পেয়ে প্রতিবন্ধী পড়ুয়া ও তাদের অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে মধুসূদন ভট্টাচার্য বলেন, প্রতিবন্ধী পড়ুয়াদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ও তাদের উৎসাহ দিতে বিভিন্নভাবে পরিষেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা নবগ্রাম সার্কেলের বিশিষ্ট শিক্ষক মোঃ জাহাঙ্গীর, মেমারি সার্কেলের বিশিষ্ট শিক্ষক সন্দীপ পাল, বৈদ্য ডাঙ্গা গার্লস হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি অনির্বাণ দত্ত। এছাড়াও দুটি সার্কেলের শিক্ষা কর্মী, শিক্ষা বন্ধু, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।