|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: বিশিষ্ট সমাজসেবী সেখ ইয়াসিন জানান পশ্চিমবঙ্গ মন্ত্রী মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা আছি সদা অসহায় গরীব দুঃখী জনগণের পাশে এরই ধারাবাহিকতায় আজ আমরা ছিন্নমূল অসহায় নিপীড়িত মানুষদের জন্য এই শীতকালের প্রচন্ড প্রকপে যারা কষ্ট পাচ্ছে, তাদের জন্য শীতের কম্বল বিতরণ করলাম।
এদিকে শীত উপলক্ষে কম্বল বিতরণের সময় উপস্থিত, জেলা পরিষদের সদস্য হুমায়ুন কোবির বাজনা বলেন জনগণের সাথে আছি এবং থাকবো। জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদর্শে আমরা রাজনীতি করি। আর আমাদের আদর্শ হচ্ছে মানুষের জন্য রাজনীতি করা। তাই মানুষের সুখে দুঃখে, বিশেষ করে অসহায় গরীব মানুষদের পাশে আমরা সদাসর্বদা রয়েছি। এদিকে, বর্তমান যেভাবে শীতের প্রকোপ শুরু হয়েছে তাতে গরীব-দুঃখীদের জন্য আমরা শীতের কম্বল বিতরণ করছি এবং এই কর্মসূচি আমাদের পুরো শীতকালীন সময় অব্যাহত থাকবে। পাশাপাশি এদিন সমাজসেবী শেখ ইয়াসিন এর হাত ধরে প্রায় শতাধিক পরিবার সিপিএম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন।