|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর:
মঙ্গলবার কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের অধীন মুন্ডলিকা হাইস্কুলে অনুষ্ঠিত হল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সরকারি প্রকল্পগুলি সুবিধা প্রত্যন্ত এলাকায় বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে শুরু হয়েছে ‘দুয়ারে প্রশাসন’ কর্মসূচি। এই ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু ,শিক্ষাশ্রী , মানবিক প্রকল্প , কন্যাশ্রী, জাতিগত শংসাপত্র, ঐক্যশ্রী, জয় জোহার, তপশিলি বন্ধু, বার্ধক্য ভাতা, রুপশ্রী ইত্যাদি প্রকল্পের সুবিধা সরাসরি পাওয়া যাচ্ছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের বিডিও দীপক ঘোষ, জয়েন্ট বিডিও সুদর্শন বাউড়ি, মনোয়ার আলম, কেশপুর পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু দোলই, গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী, পঞ্চায়েত সচিব স্বপন পন্ডিত সহ অন্যান্য বিশিষ্টরা।
এদিনের ক্যাম্প থেকে কেশপুরের বিডিও দীপক ঘোষ উপভোক্তাদের তাদের হাতে জাতিগত শংসাপত্র ও জব কার্ড তুলে দেন। এছাড়াও লোকগীতি দল লোকগীতির মাধ্যমে মানুষকে করোনা সহ বিভিন্ন সচেতন মূলক গান গেয়ে সচেতনতার বার্তা দিতে চেয়েছেন।
কেশপুর ব্লকের জয়েন্ট বিডিও সুদর্শন বাউরি বলেন, এই কর্মসূচি প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে । প্রচুর মানুষ সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা নিতে আসছেন। স্বাস্থ্য সাথী প্রকল্পে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছেন। এছাড়াও অন্যান্য প্রকল্পেও মানুষের মধ্যে প্রচুর সাড়া পড়েছে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত বিডিও অফিসের আধিকারিক, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সমস্ত আধিকারিক, স্ব সহায়ক দল, জব সুপারভাইজার, ভলেন্টিয়ারস সহ সমস্ত মানুষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এরকম একটা কর্মসূচিকে সাফল্যের মুখ দেখানোর জন্য ।
মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সাজেন আলী বলেন, আজকের দুয়ারে সরকার কর্মসূচিতে মোট ২৩৬২জন বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে ১০০ দিনের কাজ ,কন্যাশ্রী , রূপশ্রী, শিক্ষাশ্রী প্রকল্প অনেক মানুষ আবেদন করতে আসছে। সরকারের এমন উদ্যোগের ফলে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। আজকে যারা এই সুবিধাটি পেতে কাগজ ঠিকঠাক দিতে পারেন নি তাদের জন্য আরও তিনটি দিন ধার্য করা হয়েছে। এইরকম এক কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।