|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ এবারে কোপ পড়লো শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত অমূল্য মাইতির ওপর। দীর্ঘদিন ধরেই অমূল্য মাইতিকে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহলে দেখা যাচ্ছে। এমনকি সোমবার মেদিনীপুরে দলনেত্রীর জনসভায় তাঁকে দেখা যায়নি। মঙ্গলবার মেদিনীপুর ছাড়ার আগে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা ও সহ সভাধিপতি তথা দলের জেলা সভাপতি অজিত মাইতিকে অমূল্য মাইতিকে কর্মাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন বলে বিশেষ সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, দিনকয়েক আগেই অমূল্য মাইতির নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়। তা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টি নিয়ে ব্যাপক জলঘোলাও হয় জেলা রাজনৈতিক মহলে।