আন্তর্জাতিক যোগ দিবস পালন সদর ব্লকের খয়েরুল্লা চকে

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সোমবার ২১ জুন ৮ম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়। করোনা পরিস্থিতির কারণে বেশির ভাগ জায়গাতেই ভার্চুয়ালি এই যোগা দিবস পালিত হয়েছে । কোথাও আবার স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে যোগ দিবস পালিত হয়েছে । মেদিনীপুর সদর ব্লকের খয়েরুল্লাচকের স্বামী বিবেকানন্দ যোগা মিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো ওই গ্রামের আমবাগানে । ৫০ জনেরও বেশি শিশু, মহিলা,পুরুষ এই যোগ দিবসে অংশ নেন ।

     

    প্রশিক্ষক অসিত দত্ত বলেন ,করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে যোগা দিবস পালিত হয়েছে এবং সকলে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন । পাশাপাশি এদিন সবুজায়নের বার্তা দিতে চারাগাছ রোপণের কর্মসূচিও অনুষ্ঠিত হয়।