যোগ‌দিবসে আমেদাবাদের স্কুলের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ প্রশিক্ষণ দিলেন যোগগুরু, শিক্ষক গৌতম বোস

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সোমবার সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে সকাল থেকে দুপুর কখনও ভার্চুয়ালি কখনো স্বশরীরে উপস্থিত থেকে যোগ প্রশিক্ষণ ও যোগ বিষয়ক আলোচনায় যোগ দিলেন মেদিনীপুর নিবাসী, পূর্ব মেদিনীপুরের শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক “শিক্ষারত্ন” বিশিষ্ট যোগগুরু গৌতম বোস। তাঁকে একাজে যোগ্য সহায়তা করেন তাঁর স্ত্রী শিক্ষিকা আল্পনা দেবনাথ বোস। এদিন সকাল ৮ টা থেকে শুরু করে ৯ টা ৪৫ পর্যন্ত বিভাজিত দুটি শেষনে গুজরাটের আমেদাবাদের কসমস ক্যাসেল ইন্টারন্যাশানাল স্কুলের ছাত্র ছাত্রীদের যোগ প্রশিক্ষণ দেন গৌতম বোস ও আল্পনা দেবনাথ বোস।

    এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা ও অভিভাবক-অভিভাবিকারা ভার্চুয়ালি যোগ দেন।এরপর বেলা ১১ টা থেকে পাঁশকুড়া বনমালী কলেজের বি.এড. বিভাগের তত্ত্বাবধানে যোগ দিবসে আয়োজিত একটি ন্যাশানাল ওয়েবিনারে আলোচনায় অংশ নেন গৌতম বাবু।এর পাশাপাশি এদিন দুপুরে পাঁশকুড়ার নারান্দায় যোগ স্বাস্থ্য মন্দিরের যোগ দিবসের অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত থেকে প্র্যাক্টিক্যাল সহকারে যোগ প্রশিক্ষকের ভূমিকা পালন করলেন গৌতম বোস।