ও টি রোড়ে সংস্কারের অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার দাবিতে সিপিআইএম এর ডেপুটেশন….

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : খড়্গপুর শহরের উপর দিয়ে চলে যাওয় “ও টি” রোড়ের সংস্কারের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা সহ সংশ্লিষ্ট অন্যান্য দাবিকে সামনে রেখে মঙ্গলবার খড়্গপুর শহর সিপিআইএম এর পক্ষ থেকে খড়্গপুর-মেদিনীপুর ডিভিশানের নির্বাহী বাস্তুকার অতনু মাইতির নিকট একটি ডেপুটেশন দেওয়া হয়। রিলায়েন্স পাম্প থেকে ইন্দা মোড়ের আগে পর্যন্ত রাস্তার মাঝ বরাবর শক্তপোক্ত ডিভাইডার নির্মান,রাস্তার দুপাশের ফুটপাত ও ড্রেনের পুনর্নির্মাণ,রাস্তার থাকা ইলেকট্রিক খুঁটি ও ট্রান্সফর্মার গুলিকে উপযুক্ত জায়গায় সরানো,রাস্তার দুপাশে থাকা ৯২ জন হকার এবং এগারোটি পুরানো বাড়ির বিষয়ে পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করা,নয়নজুলি পরিস্কার করে ড্রেনটিকে সম্প্রসারিত করে জলনিকাশির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয় গুলিকে সামনে রেখে ডেপুটেশন হয়। ডিভাইডারের কাজ দ্রুত শুরু করার বিষয়ে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়। উল্লেখ্য এর আগে সহকারী বাস্তুকারকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তারপর স্পিড ব্রেকার ও প্লাস্টিক ডিভাইডার বসানো হয়।প্লাসটিক ডিভাইডারে বিশেষ লাভ হয়নি। পরপর পথ দুর্ঘটনা ঘটেই চলেছে। মেদিনীপুরে নির্বাহী বাস্তুকারের অফিসে এদিনের ডেপুটেশনে সবুজ ঘোড়াই, অসিত সরকার, কামারুজ্জামান, দীপক কুমার সাহু প্রমুখ সিপিআইএম নেতৃত্ব উপস্থিত ছিলেন।