“মমতার পাশে মেদিনীপুর” স্লোগানে কেঁপে উঠল মেদিনীপুর

 

    নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর : অপেক্ষা আর কয়েক মাসের। ২০২১ সালে এ রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগেই রাজ্যের বর্তমান শাসক দল এক বিরাট সংকটের মুখে পড়েছে। এক এক করে দলের গুরুত্বপূর্ণ নেতা বিধায়ক দল থেকে অন্য দলে যোগ দিচ্ছেন। রাজ্য রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ। তাঁর মন্ত্রীত্ব ত্যাগের পর মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে করতে আসছেন মেদিনীপুরে। সেই সভার সমর্থনে পশ্চিম মেদিনীপুর জুড়ে মিটিং মিছিল চলছে। নেতা বিধায়করা চেষ্টা করছে এই সভাকে এতিহাসিক সভার রূপ দিতে।
    “আমরা দাদার অনুগামী” , “দাদার পাশে আমরা” পাল্টা “দিদির পাশে মেদিনীপুর”, “মমতার পাশে মেদিনীপুর” স্লোগানে কেঁপে উঠল মেদিনীপুর শহর।

     

     

    মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ৭ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভার সমর্থনে মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু করে মেদিনীপুর শহর পরিক্রমা করে মিছিল । মেদিনীপুর শহর ছাড়াও পাশাপাশি অনেক অঞ্চল থেকে প্রচুর কর্মী সমর্থক পা মেলাই। এই মিছিলের ব্যানার প্লাকার্ড এ লেখা “মমতার পাশে মেদিনীপুর”। মিছিলের সামনে মেদিনীপুর জেলার তাবড় নেতৃত্বরা উপস্থিত ছিলেন।