|
---|
আজিম শেখ ,রামপুরহাট : পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি দশ বছরের বালককে সাপে কামড়ানোর ইনজেকশন দেওয়ায় মৃত্যু হয়েছে বালকের । এমনই অভিযোগ মৃত বালকের বাবার । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
মৃত বালকের নাম দেব মাল । সে চতুর্থ শ্রেণীর ছাত্র । তার বাড়ি বীরভূমের নলহাটি থানার গোঁসাইপুর গ্রামে । পেটে ব্যাথা শুরু হলে গতকাল রাতে দেব মালকে প্রথমে লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় । পরে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তার বাবার অভিযোগ হাসপাতালের চিকিৎসকদের পেটে ব্যাথা হওয়ার কথা জানলেও , চিকিৎসকেরা বলেন সাপে কামড়েছে । এরপর ছেলেকে বেশ কয়েকটি ইঞ্জেকশন দিয়ে দেয় চিকিৎসক। তার পরেই সে মারা যায় । বিষয়টি জানিয়ে হাসপাতালের এমএসভিপির কাছে ভুল চিকিৎসার কারণে ছেলের মৃত্যুর অভিযোগ জানিয়েছেন মৃত বালকের বাবা নাগর মাল ।