|
---|
আজিম শেখ, রামপুরহাট, ২২শে আগষ্ট : আজ রামপুরহাট মহকুমা আদালতে ২০১৮ সালের জুন মাসে দায়ের হওয়া রামপুরহাট থানার একটি মামলার রায় ঘোষনা করা হয়। কেস নম্বর ২৯৮ /১৮, আসামী বাদশা মজুমদার, বাড়ি রামপুরহাট থানার বামনীগ্রামে। তার বিরুদ্ধে ৮ /পক্সো ২০১২ ধারায় অভিযোগ দায়ের হয়। আজ রামপুরহাট মহকুমা আদালতে র বিচারক সুদীপ্ত ভট্টাচার্যের এজলাসে সাজা ঘোষনা হয়। চার বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাস কারাদন্ড দেওয়া হয়। সরকারী আইনজীবী প্রবাল ব্যানার্জ্জী। পেশায় অঙ্কন শিক্ষক বাদশা মজুমদারের বিরুদ্ধে তার এক ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ আনেন। সেই অভিযোগের ভিত্তিতে আজকের এই রায় দান। আসামী পক্ষের দুজন আইনজীবী ছিলেন।