|
---|
সেখ সামসুদ্দিন : ২৯ সেপ্টেম্বরঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লকের জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, দুর্গাপুর সোসাইটি ম্যানেজমেন্ট সাইন্সের প্রতিষ্ঠাতা সম্পাদক শিউলি মুখার্জী, মেমারি চক্রের এসআই ভজন ঘোষ, প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা। এদিন বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক। পরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এবং রসায়ন বিভাগের ল্যাবরেটরির উদ্বোধন করেন। পরে প্রদীপ প্রজ্জ্বলনসহ উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করেন। ডিজিএমএস এর পক্ষ থেকে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে দুই খানি ফ্যান তুলে দেন। অনুষ্ঠান মঞ্চে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেন।