|
---|
দেবজিৎ মুখার্জি: এবার মণিপুরে অশান্তি আঁচ সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের পৈত্রিক বাড়িতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ইম্ফলে মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে উত্তেজিত জনতার একটি দল। নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাসের শেল ফাটান ও শূন্যে গুলি চালান। গোটা এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যদিও কোনও হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর নেই।
ইম্ফল পুলিশ সূত্রের খবর, ওই হামলার সময় মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে কেউ ছিলেন না। মুখ্যমন্ত্রী নিজে এমনিও ওই বাড়িতে থাকেন না। তিনি থাকেন ইম্ফলের অন্য একটি বাড়িতে এবং সেটি রয়েছে কড়া নিরাপত্তায়।