|
---|
আজিম শেখ,নতুন গতি,বীরভূমঃবীরভূম জেলার রামপুরহাট থানার কাষ্ঠগড়া পঞ্চয়েতে আজ 2রা অক্টোবর বুধবার প্লাস্টিক বন্ধের প্রচারাভিযান করলেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী ডা: আশীষ ব্যানার্জী মহাশয় আরো উপস্থিত ছিলেন কাষ্টগড়া গ্রাম পঞ্চয়েতের নিরবাহি সহায়ক লক্ষী নারায়ণ রায় ,নির্মাণ সহায়ক প্রধান চন্দ্রা দাস ,এ ছাড়াও কাষ্ঠগড়া রামকৃষ্ণা নেতাজী উচ্চ বিদ্যালয় এর শিক্ষক মানস মহন চ্যাটার্জী মহাশয় এছাও উপস্থিত ছিলেন
কাষ্ঠগড়া গ্রাম পঞ্চয়েতের প্রাপ্তন প্রধান শ্রী তপন কুমার মন্ডল,টনিক শেখ,শাজাহান শেখ,সুব্রত দাস আরো অনেকে
প্লাস্টিকের অপকারিতা সম্বন্ধে জনমানষে সচেতনতা গড়ে তুলতে তারা এদিন প্রচারাভিযান করল। সমাজের পক্ষে প্লাস্টিক কতটা ক্ষতিকর, প্লাস্টিক ব্যবহারে জীববৈচিত্রের ভারসাম্য নষ্ট, এমনকি অনেক প্রাণহানি ঘটছে বিশেষ করে সামুদ্রিক প্রাণীর। যথেচ্ছভাবে প্লাস্টিক ব্যবহারের ফলে অনেকটা ক্ষতির সম্মুখীন নদী ও সামুদ্রিক প্রাণীর।
সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখছি প্লাস্টিকের ব্যবহার এর উপরে নিষেধাজ্ঞা জারী করার জন্য।