আশীষ ব্যানার্জীর উপস্তিতে মহাত্মা গান্ধী জন্ম বার্ষিকী উপলক্ষে কাষ্টগড়ায় রক্তদান শিবির

আজিম শেখ,নতুন গতি,রামপুরহাটঃশিউলি বিছানো আঙিনায় চিন্ময়ী মায়ের শ্রীচরণ কমলের পদধনি।
আকাশ বাতাস জল মাটি সকলে বলছে মা আসছেন অন্ধকারছন্ন পৃথিবীকে আলোকিত করতে।মানব জীবনে বারআনাতো মাটি, সেই মাটি দিয়ে চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রুপ ক্রমশ প্রকাশমান।

    এই শাদর উৎসবের পূর্ণ লগনে আমরাও তাই মৃন্ময়ী মায়ের আবহান ও বন্দনায় ব্রতী হয়েছি।এই শারদ বন্দনার প্রাক মুহূর্তে আজ ২রা অক্টোবর২০১৯ বুধবার কাষ্ঠগড়া উত্তরণ সংঘ ক্লাবের পরিচালনা গান্ধী জয়ন্তী পালন উপলক্ষে একটি রক্তদান শিবির ও দুস্থদের বস্ত্র বিতরনের আয়োজন করা হয়েছিল।উক্ত মনোজ্ঞ অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন মাননীয় ডঃ আশীষ ব্যানার্জি মহাশয়
    ভারপ্রাপ্ত মন্ত্রী কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী ধীরেন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়
    (মাননীয় মেন্টর বীরভূম জেলা পরিষদ)।

    সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী শুভাশিষ কর্মকার মহাশয়
    (সভাপতি রামপুরহাট ১ নং পঞ্চায়েত সমিতি)।এছাড়া উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও উত্তরণ ক্লাবের সভাপতি মাননীয় শ্রী সঞ্জয় দত্ত মহাশয়।কোষাধ্যক্ষ শ্রী সৌভিক সাধু মহাশয় সহ আরো ক্লাবের সদস্য বৃন্দ জানান আজ এখানে পঞ্চাশ থেকে ষাট জন পুরুষ ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন,এ ছাড়াও এখানে14 ফেব্রুয়ারি2019 পুলওয়ামা নিহত বীর শহীদ সেনাদের দের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন জানান।
    আরো প্লাস্টিক বর্জন এর সম্পর্কেও সচতেনা মূলক প্রচার করা হয়।