ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার শিল্পীদের নিয়ে ত্রিধারার “মোরে আরো দাও প্রাণ”।

নতুন গতি নিউজডেস্ক :আগামী ১৪ ই মে ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেতে চলেছে ত্রিধারার “মোরে আরো দাও প্রাণ”।তার আগে সেই ভিডিওর প্রোমো সোশ্যাল মিডিয়ায় মুক্তির সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে অসাধারণ সাড়া পাওয়া যায়।
খেজুরির ভূমিপুত্র বিখ্যাত কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী সমীর পন্ডার এক অভিনব চিন্তাভাবনা ।ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার সুনামধন্য নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফারকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান “মোরে আরো দাও প্রাণ”। দেবজ্যোতি বিশ্বাসের অসাধারণ ইন্সট্রুমেন্ট মিউজিকের সঙ্গে নৃত্য পরিবেশনা করেন ভারতের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সমীর পন্ডা, বাংলাদেশের বিখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আলিফ ও শ্রীলংকার নৃত্যশিল্পী মাহেশ ইন্ডিকা। সমসাময়িক, সৃজনশীল এবং ট্রাডিশনাল নৃত্যের মেলবন্ধনে এক অভিনব উপস্থাপনা দেখতে পাওয়া যায়। ক্যামেরার দায়িত্বে ছিলেন ভারত থেকে স্বপ্নময়, বাংলাদেশের আল আমিন ও শ্রীলংকার পাওয়ান নেথমিনা।ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মুক্তির অপেক্ষায়।
সারা বিশ্বজুড়ে যখন সবাই গৃহবন্দী অবস্থায় তখন খেজুরির এক প্রান্তে বসে কোরিওগ্রাফার ও নৃত্য শিল্পী সমীর পণ্ডার অভিনব চিন্তাভাবনা। আগামী দিনগুলোতে বিশ্বের সোশ্যাল মিডিয়া মাধ্যমে কবিগুরুর সৃষ্টিকে পৌঁছে দিতে এমন আরো অনেক চিন্তা ভাবনার কথা জানা যায়।