|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা ২২ আগস্ট ঃ বাড়িতে মার্শাল চলিয়ে স্নান করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মালদা থানার মুচিয়া মহাদেবপুর এলাকায় । পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সুদাম চৌধুরী, বয়স ৩০। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ তার বাড়িতেই মার্শাল চালিয়ে স্নান করতে গিয়ে ইলেকট্রিক শক লাগে তার । পরিবারের লোকেরা তাকে বাথরুমে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।