লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক পথচারী শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, মালদা,২২ আগস্ট : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক পথচারী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে ইংরেজবাজার থানার সুস্থানি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় পথচারীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার । মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত পথচারীর নাম, চাঁদ কুমার দাস(৪৬)। বাড়ি কাঞ্চনটার মহারাজপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রমিকের কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল লালচাঁদ ঘোষ সেই সময় পাকিং করছিলে একটি লাড়ি। অভিযোগ, পেছন থেকে পার্কিং করার সময় চাকায় পিষ্ট হয় ওই পথচারী। তার কোমরের উপর দিয়ে লরির চাকা যাওয়ায় তার শরিরের বেশ কয়েকটি হাড় ভেঙ্গে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক চালক ও খালাসী লরি টিকে আটক করেছে পুলিশ ।