|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা, ২২ আগস্ট ঃ এক দেশ এক আইন’-এর সমর্থনে মালদা জেলাজুড়ে বিজেপির মোটরবাইক মিছিল আটকে দিল পুলিশ। আজ মালদা শহরজুড়ে কয়েকশ মোটরবাইক মিছিল করার কর্মসূচি নেয় জেলা বিজেপি নেতৃত্ব। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু-সহ জেলা বিজেপির সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল ও কর্মী-সমর্থকরা এই মিছিলে অংশ নেন। তবে এই ধরনের কোনও মিছিলের অনুমতি পুলিশ দেয়নি বলে দাবি।
কিন্তু বিজেপি পুলিশের অনুমতি উপেক্ষা করেই রাস্তায় নামে। আর পুলিশ রাস্তায় দাঁড়িয়ে পথ আটকায় মিছিলের। ফলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জেলা বিজেপি নেতারা। কিন্তু পুলিশের বাধার ফলে ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির কর্মী-সমথর্করা।