|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: পদ্ম শিবিরে ঘাস ফুল ফোটাতে মরিয়া শাসকদল তৃণমূল। এদিন তারই ইঙ্গিত দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী সম্মেলনে। লোকসভা নির্বাচনের ফলাফলে ভরাডুবি হলেও আগামী বিধানসভা নির্বাচনে আসার বুক বেঁধেছে মালদহের বামন গোলা তৃণমূল ছাত্র পরিষদ। তাই বিধানসভা কে পাখির চোখ করে এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এদিন বামনগোলা পাকুয়াহাট এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের নিয়ে একটি ব্লক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই ব্লক সম্মেলনটি এদিন পাকুয়াহাট এর ব্লক অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়।এদিনের ওই ব্লক কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসুন রায় এছাড়া উপস্থিত ছিলেন বামন গোলা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতা টোটন দাস, অমূল্য মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার ছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য নেতাকর্মীরা।
এদিন ওই কর্মী সম্মেলন এর শেষে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসুন রায় দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে শাসকদল এখানে ভরাডুবি হলেও এবার বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরে ঘাসফুল ফুটবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদা জেলায় তিনি প্রথম জনসভা করেন এবং নির্বাচনের ফলাফল ভালো হয়। আমরা চাইবো এই বামনগোলার মাটি থেকেই আমরা এবারও চাইব এই বাংলার মাটিতে তিনি প্রথম জনসভা করুক এই পদ্ম শিবিরে ঘাস ফুল ফুটুক।পাশাপাশি এদিন তিনি এও বলেন আজকের এই কলমি সম্মেলনের মধ্য দিয়ে কর্মীদের উদ্দেশ্যে একটাই বাচ্চা সমস্ত রকম মান-অভিমান ভুলে গিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কে রুখে দিয়ে এই এই বিধানসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া।