|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: দুয়ারে সরকার কর্মসূচিতে অভিনবত্ব দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রেমা হাই মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে, কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এদিন তাদের উদ্যোগে তৈরি হস্তশিল্পের বিভিন্ন জিনিসের স্টল দিয়ে ভরিয়ে তোলেন অনুষ্ঠান প্রাঙ্গণ টি। আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের তৈরি বিভিন্ন জিনিসের মধ্যে উল্লেখযোগ্য মাষ্ক সেনিটারি ন্যাপকিন সহ নানান জিনিসের পসরা সাজিয়ে বসেন সাধারণ মানুষের জন্য এবং এর মাধ্যমেই একটি বার্তা দ্বারা সমাজের কাছে পৌঁছে দিতে সক্ষম হন যে মহিলারা চাইলেও স্বনির্ভরতার দিকে এগিয়ে আসতে পারে অতি সহজেই।
অনুষ্ঠানের পরিদর্শনে আসেন মালদার ডিভিশনাল কমিশনার সহিদ আহমেদ বাবা এবং জেলাশাসক রাজর্ষি মিত্র হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু সহ একাধিক প্রশাসনিক আধিকারিকগন। প্রেমা হাই মাদ্রাসায় আয়োজিত দুয়ারে সরকার কর্মসূচিতে আরো একটি অভিনবত্ব ছিল মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা গানের আসর সাধারণ মানুষের কাছে মালদার ঐতিহ্য তুলে ধরার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন জেলাশাসক আয়োজকদের।
এনাম এ বসে এই অনুষ্ঠানে কয়েকজন তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত মানুষের হাতে সার্টিফিকেট তুলে দেন ডিভিশনাল কমিশনার এবং কয়েকজন আবেদনকারীর হাতে ডিজিটাল রেশন কার্ড তুলে দেন।
দুয়ারে সরকার কর্মসূচিতে এমন অভিনবত্ব দেখে প্রশংসা করে ডিভিশনাল কমিশনার সহিদ আহমেদ বাবা।