ঘাম ঝড়াচ্ছেন দুয়ারে সরকার পরিদর্শনে জেলা সভাধিপতি মেহবুব রহমান

আজাহার উদ্দিন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দুয়ারে সরকার প্রকল্প চালু হওয়ার পর থেকেই মানুষের মধ্যেই ভাল সাড়া মেলে। ১৮ টি প্রকল্প সরকারি পরিষেবা দিতে রাজ্যের বিভিন্ন জেলা অনুযায়ী দুয়ারে সরকার শিবির করে সরকারি সুযোগ সুবিধার মানুষ যেন পাই সেই চেষ্টাই করে চলেছে সরকারি আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।হুগলি জেলা জুড়ে দুয়ারে সরকার শিবির নিজে পরিদর্শন করেন হুগলি জেলা পরিষদেরসভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান। সাধারন মানুষের সঙ্গে কথা বলেন দুয়ারে সরকারবিভিন্ন প্রকল্প নিয়ে এবং নিজে দাঁড়িয়ে থেকে মানুষকে সহযোগিতাকরেন।লাইনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষের ফর্ম পূরণে সাহায্য করেন, সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান বলেন সরকারি এই প্রকল্প মানুষ একইসঙ্গে পরিষেবা পাবে। কোন সরকারের আমলে এই ভাবনা ছিল না মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একছাতার তলায় সমস্ত সুযোগ সুবিধার ফলে প্রচুর মানুষ উপকৃত হবেন।বিশেষ করে দুয়ারে সরকার বেশি ভিড় লক্ষ করা যাচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্প কারন বাড়ির প্রতিটা মহিলা টাকা পাবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন কাম্পে বেশি ভিড়।তৃতীয় বার সরকার গঠন করার পর জোরকদমে দুয়ারে সরকার চালু হওয়ার পর মানুষ একসাথে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। সভাধিপতি দিনরাত কাজ করে যাচ্ছেন সরকারি আধিকারিক সহ বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে করে।এমনকি নিজের বাড়ি থেকে প্রতিদিন জনতার দরবার করে পরিষেবা দেন ।প্রতিদিন সকাল হলে বিভিন্ন ব্লক, পুরসভা ও পঞ্চায়েত তত্ত্বাবধানে দুয়ারে সরকারের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকবৃন্দ সকলেই একসঙ্গে কাজ করেন। পরিদর্শনের পাশাপাশি সাধারন মানুষের সঙ্গে কথা বলেন তার সমাধানের জন্য সচেষ্ট। সভাধিপতি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সরকারি সুযোগ সুবিধার যাতে সমস্ত মানুষ পরিষেবা পায় সেই চেষ্টাই আমাদের মুল লক্ষ্য। হুগলির জেলা জুড়ে সকলকেই নিয়ে কাজ করে থাকেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান। তার এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।