|
---|
খান আরশাদ, দুবরাজপুর ঃ বৃহঃস্পতিবার বীরভূমের দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রামে নির্ব্বাচনী প্রচার সারলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী শতাব্দী রায়। দুবরাজপুরের ফকিরপাড়া গ্রামে প্রচারের সময় গ্রামের এক চাষি অভিনব ভাবে তৃনমূল প্রার্থীকে বরণ করলেন। ওই চাষি তাঁর নিজের মাঠের উৎপন্ন পেঁয়াজের এক বিশাল মালা দিয়ে শতাব্দী রায়কে বরণ করলেন।
প্রার্থী শতাব্দী রায়ও খুবই অভিভূত হলেন পেঁয়াজের এই মালা পেয়ে। শতাব্দী ওই চাষিকে ধন্যবাদ জানিয়ে নিজে থেকেই দুই হাত বাড়িয়ে দিয়ে তার সঙ্গে হাতমেলান। শতাব্দীর এই প্রতিক্রিয়া দেখে চাষিও বেজায় খুশি।