|
---|
রবিউল ইসলাম,সাগরদিঘি : মুর্শিদাবাদের জঙ্গীপুর পুলিশ জেলার উদ্যোগে ও সাগরদিঘি থানার সহযোগিতায় রবিবার সাগরদিঘি ব্লকের জাতীয় সড়কের পাশে রতনপুর মোড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ বা সাবধানে চালাও, জীবন বাঁচাও’ কর্মসূচি আয়োজিত হয়।এদিন সাইকেল র্যালি ও ট্যাবলো নিয়ে জাতীয় সড়কে গাড়িচালকদের সচেতনতার জন্য র্যালি করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জুলাই গাড়িচালকদের মানসিকভাবে তাদের স্বভাবধর্মের পরিবর্তন সাধনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী এই ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নামক কর্মসূচিকে রাজ্যে প্রচারের ব্যবস্থা করেছেন।
এদিন উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, জঙ্গীপুর পুলিশ জেলার এসডিপিও বিদ্যুৎ তরফদার,সি আই সৌরভ মজুমদার,সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাস,সাগরদিঘির জয়েন্ট বিডিও তপন জানা, সাগরদিঘি এস এন হাই স্কুলের প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক,সমাজসেবি কিসমত আলি, ভারতী হাঁসদা,সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটালের সুপারসহ অন্যান্য আধিকারিকবৃন্দ।
সাগরদিঘির তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট, উইনার ওয়েলফেয়ার ট্রাস্টসহ সাতটি স্বেচ্ছাসেবি সংগঠনকে সচেতনতার জন্য হেলমেট তুলে দেন।এছাড়াও হেডমেট বিহীন গাড়ি চালকদের হেলমেট তুলে দেন।
সম্প্রতি নদীয়াতে রাজ্য সড়কে পথদূর্ঘটনার বলি হয়েছেন ১৮ জন ও গতবছর মহালয়ার রাত্রে সাগরদিঘিতেও ৪ জন পথচারী পথদূর্ঘটনার কবলে প্রাণ হারিয়েছে। বর্তমান সময়েও দেখা যাচ্ছে শহর, শহরতলি কিংবা গ্রামগঞ্জে মােটরবাইক, বাস,টোটো, অটো প্রভৃতির একাধিপত্য এবং তাদের বেপরােয়া গাড়ি চালানাে বিভিন্ন রকমের সমস্যার সঙ্গে প্রাণহানি পর্যন্ত ডেকে আনছে। তারপর বেপরােয়া গাড়ি চালানাে, বাসের সঙ্গে রেষারেষি, সিগন্যাল ভেঙে বেরিয়ে যাওয়া, লাইন ছেড়ে বেরিয়ে যাওয়া প্রভৃতি কারণে বহু প্রাণহানি ও গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। হেলমেটহীন মােটরবাইক দুর্ঘটনার কবলে পড়ে আরােহীরা প্রাণ হারাচ্ছে কিংবা দুর্ঘটনাকবলিত হয়ে হাত-পা হারাচ্ছে।আবার এক ধরনের মােটরবাইক আরােহী রাস্তায় এঁকেবেঁকে দ্রুতগতিতে যেতে গিয়ে নিজের এবং অপরের বিপদ ডেকে আনছে।তাই হেলমেট পড়ে গাড়ি আস্তে চালান,হয়তো আপনার পরিবার আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে।এদিন মন্ত্রীসহ সকলের বক্তব্য উপস্থাপনে বার বার স্পষ্টভাবে গাড়িচালকদের জন্য সচেতনতার বার্তা উঠে এসেছে।